সাব্রুমঃ
দূর্গা পূজার আগে চালু হচ্ছে না ত্রিপুরার জনগণের বহু প্রতীক্ষিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদাহ থেকে সাব্রুমে আসতে হয়তো আরও ছয়মাস লাগতে পারে কাঞ্চঞ্জঙ্ঘা এক্সপ্রেসকে। মঙ্গলবার সাব্রুম সফরে আসেন ভারতীয় রেল দপ্তরের উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার এন এফ রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে রেল দপ্তরের এক প্রতিনিধি দল। উক্ত কর্মসূচিতে এই দিন উনার সফর সঙ্গী হিসেবে ছিলেন বিএসএফের ৯৬ নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অরুণ পন্থ ,সাব্রুম মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিসিএম নকুল পাল প্রমূখ। সকাল আনুমানিক আটটা নাগাদ জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সাব্রুম রেল স্টেশনে পদার্পণ করেন, খতিয়ে দেখেন সাব্রুমের রেল স্টেশনের সর্বাঙ্গীণ পরিকাঠামো। সাব্রুম রেলস্টেশনে উক্ত কর্মসূচি শেষ করে স্টেশনের রানিং রুমের উদ্বোধন করেন শ্রীযুক্ত শ্রীবাস্তব। আনুমানিক নয়টা নাগাদ রেল দপ্তরের নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের জেনারেল ম্যানেজার শ্রীযুক্ত চেতন কুমার শ্রীবাস্ত সাব্রুমে ভারত বাংলা মৈত্রী সেতু সংলগ্ন আইসিপি স্থল পর্যবেক্ষণ করেন, ঘুরে দেখেন মৈত্রী সেতু। সেখানে বিএসএফের ৯৬ নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অরুণ পন্থ ভারত বাংলা মৈত্রী সেতু এবং নির্মীয়মান আইসিপি সংক্রান্ত সমস্ত তথ্য সম্পর্কে জানান দেন রেলের নর্থইস্ট ফ্রন্টইয়ারের জেনারেল ম্যানেজারকে। সংবাদমাধ্যমের সাথে বার্তালাপে শ্রী শ্রীবাস্তব জানান মূলত আগামী ছয় মাসের মধ্যে শুরু হতে যাচ্ছে সাব্রুম থেকে কলকাতা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পথচলা, আর এই বিষয়টি কেন্দ্র করে ইলেকট্রিফিকেশনের কাজ, রাস্তার মেরামতি সংক্রান্ত বিষয় এবং সামগ্রিক গুণগত মান খতিয়ে দেখেন জেনারেল ম্যানেজার আজ উনার সফর কালে।