আগরতলাঃ
পুজার মহুর্তে শহরে চলছে অবৈধ পাচার বাণিজ্য। পুজায় স্বার্নালঙ্কারের চাহিদাও বৃদ্ধি পায়। আর তার জন্যই পুজার মরশুমে রাজধানীতে শুরু হয় সোনার অবৈধ পাচার বাণিজ্য। আবারও রাজধানী থেকে প্রায় ৫০ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে কাস্টমস অফিসাররা। আগরতলা ডিভিশনের ডিপিএফ বিভাগের গোপন অভিযানে রাজধানীর শালবাগান এলাকা থেকে এক ব্যক্তির কাছ থেকে চারটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারগুলির ওজন ৮৩০.৩১ গ্রাম। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৫০ লক্ষ টাকা। আটক করা হয় সেই ব্যক্তিকে। তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে কাস্টমস দপ্তর। তদন্ত সাপেক্ষে ব্যক্তির পরিচয় গোপন রেখেছে কাসটমসের ডিপিএফ বিভাগ। অভিযানের নেতৃত্বে ছিলেন কাস্টমস আগতরলা ডিপিএফ ডিভিশনের সুপারইনটেনডেন্ট সুজাতা দাম।