ফটিকরায়ঃ
মোবাইল গেমে আশক্ত এক যুবকের আত্মহত্যা।পাবজি খেলাই কি হল যুবকের অস্বাভাবিক মৃত্যুর কারন? চাঞ্চল্য ফটিকরায়ের কাটাটিলা গ্রামে। যুবকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা যেন থামার নাম নিচ্ছে না রাজ্যে। আবারোও আত্মঘাতী ১৯ বছরের এক যুবক। ঘটনাটি সংঘটিত হয় সোমবার বিকাল অনুমানিক চারটা নাগাদ ফটিকরায় থানাধীন সায়দারপার গ্রাম পঞ্চায়েতের কাটাটিলা গ্রামে। স্থানীয় বাসিন্দা ফনিভূষণ রায়ের ১৯ বছরের ছেলে প্রজেশ রায় নিজ ঘরে এই ঘটনা সংগঠিত করে। জানা গেছে ফনিভূষণ রায়ের পাঁচ পুত্রের মধ্যে সবচেয়ে কনিষ্ঠপুত্র ছিল প্রজেশ। দশম শ্রেনীতে উঠে পড়াশুনা ত্যাগ করে সারাদিন নিজ ঘরে মোবাইলে পাবজি খেলায় ব্যস্ত থাকত প্রজেশ । মঙ্গলবার সন্ধ্যায় হঠাত বাড়ির লোকেদের চোখে এই ঘটনা ধরা পরা মাত্রই শোকের ছায়া নেমে আসে এলাকায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মঙ্গলবার ময়নাতন্ত্র মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান ফটিকরায় থানার ওসি নন্দন দাস