বিশালগড়ঃ
যান দূর্ঘটনা যেন থামার নাম নিচ্ছে না গোটা রাজ্য জুড়ে। বেপরোয়া যান চলাচল আর ট্রাফিক দপ্তরের গাফিলততে দিন দিন এই পরিসংখ্যান ক্রমবর্ধমান। আবারো রবিবার সন্ধ্যায় যান দূর্ঘটনায় প্রান হারাল এক যুবক। বিশালগড় বাইপাসের মুখে মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের ঠিক সামনেই ট্রাক ও বাইকের সংঘর্ষে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। রবিবার আনুমানিক ৮ টা নাগাদ উদয়পুর থেকে আগরতলাগামী একটি লরি বাইপাস থেকে বের হচ্ছিলো, ঠিক সেই সময় বাইক আরোহী সেই যুবক বিশালগড় থেকে আগরতলা যাচ্ছিলো। আর ঠিক মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনেই সংঘর্ষ বাঁধে বাইক ও ট্রাকটির মধ্যে। ঘটনাস্থলেই মৃত্যু হয় লোকনাথ শীল(২৫) নামে বাইক চালকের। তার বাড়ি বিশ্রামগঞ্জের চেছরিমাই এলাকায়। AS11BC 5864 নাম্বারের ট্রাকটির চালক জাকির হোসেনকে আটক করে বিশালগড় পুলিশ। ঘটনার সাথে সাথেই বিশালগড় দমকল বিভাগে খবর পাঠালে তারা লোকনাথের দেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্ত্যব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করে। তবে সারাক্ষন পুলিশের টহলদারি থাকা মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনেই এই দূর্ঘটনা আবারো পুলিশ এবং ট্রাফিকের ব্যর্থতার কাহীনি তুলে ধরে।