
আগরতলাঃ
পুজার মাসে কি বেতন পাচ্ছে না সমগ্র শিক্ষার কর্মচারীরা ? মাসের ছয় তারিখেও বেতন হয়নি সমগ্র শিক্ষার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের। সেখানে রাজ্যের অন্যান্য সরকারী কর্মচারীরা বেতন সহ পুজার বোনাসও পেয়ে গেছে, সেখানে সমগ্র শিক্ষার কর্মচারীরা পুজার মাসে অনিশ্চয়তায়। বিজেপ 1 এবং বিজেপি 2 দুই সরকারের প্রায় ছয় বছরে এক শতাংশ মহার্ঘ ভাতা জুটেনি সমগ্র শিক্ষার প্রায় ৬ হাজার কর্মচাড়িদের কপালে । এই খবর কি আছে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে। সমকাজে সমবেতন এবং শিক্ষার অধিকার আইন যেন হাসির খোরাক রাজ্য শিক্ষা দপ্তরে। দপ্তরের কতিপয় অধিকর্তাদের বদান্যতায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ জন্মাচ্ছে সমগ্র শিক্ষার শিক্ষকদের মধ্যে। জানা যায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ফান্ড রিলিজ করে দেওয়ার পরেও একমাত্র রাজ্য শিক্ষা দপ্তরের খামখেয়ালীপনায় এখনো বেতন থেকে বঞ্চিত সমগ্র শিক্ষার কর্মচারীরা। উচ্চ আদালত থেকে সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিত করার আদেশ দিলেও বিজেপি সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী এবং শিক্ষাদপ্তর ভিন্ন পন্থা অবলম্বন করে শিক্ষকদের নিয়মিতকরন আটকে দেয়। যদিও এই শিক্ষামন্ত্রীই এই শিক্ষকদের মঞ্চ থেকে ঘোষনা দিয়েছিলেন মিছিল মিটিং, ইংক্লাব জিন্দাবাদ, বন্দেমাতরম কিচ্ছু লাগবে না। এমনিতেই এই শিক্ষকদের নিয়মিত করবে তার সরকার। কিন্তু এই রাজ্যে এক প্রকার রসিকতা এবং চরম বঞ্চনার শিকার হল সমগ্র শিক্ষার শিক্ষকরা। বাম আমল থেকে শুরু করে বর্তমান রাম আমলেও ন্যায্য বিচার পেলনা এই শিক্ষকরা। বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আবার শিক্ষামন্ত্রীও বটে, এখন উনার দৃষ্টি আকর্ষন করতে চাইছে সমগ্র শিক্ষার শিক্ষকরা। হয়তো উনার বিচক্ষনতায় এত বছরের বঞ্চনা থেকে মুক্তি পাবে এই কর্মচারীরা।