জোলাইবাড়িঃ
এবার সহপাঠীর সাইকেল চুরির বিরুদ্ধে থানায় বিক্ষোভ দেখালো স্কুল ছাত্ররা। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী এম এম গার্লস স্কুল সংলগ্ন এলাকা থেকে স্কুল পরুয়া তিন ছাত্রের বাইসাইকেল চুরি হয় । এরইমধ্যে এক যুবককেচুরি যাওয়া একটি সাইকেল সহ আটক করে ছাত্ররা। ছাত্রদের অভিযোগ যুবকটি সাইকেল চোরের কাছ থেকে সাইকেলটি ক্রয় করেছে। কিন্তু পুলিশের কোন তৎপরতা নেই। তাই অতিসত্বর সাইকেল চোরকে চিহ্নিত করে এবংগ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে জোলাইবাড়ী ফাঁড়ী থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্ররা।