
জোলাইবাড়িঃ
পিতার বকুনি খেয়ে আত্মঘাতি ১২ বছরের নাবালক। ছেলে সারাদিন বখাটেপনায় দিন কাটায়। তাই বাবা সামান্য শাসন করে। আর এতেই অভিমানে আত্মঘাতী হয় নাবালক ছেলে। শুক্রবার সকালে শান্তিরবাজার মহকুমার রামরাইবাড়ী এডিসি ভিলেজের মানিক্য পাড়ার বাসিন্দা রামকৃষ্ণ ত্রিপুরা উনার ১২ বছরের নাবালক ছেলে যতীন্দ্র ত্রিপুরাকে বকুনি দেয়। আর এরপরই বারির পাশ্ববর্তী এক রাবার বাগানে গিয়ে আত্মঘাতী হয় ছেলে। খবর পেয়ে জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ নাবালক ছেলেটাকে উদ্ধার করে রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাবালক ছেলেটিকে মৃত বলে ঘোষনা করে। দেশে মোট আত্মহত্যার ঘটনার ৪০ শতাংশ হয় এই ক্ষুদ্র রাজ্য ত্রিপুরায়। এরমধ্যে স্কুল কলেজ পড়ুয়া তরুন ও যুবকদের সংখ্যাই বেশী। জোলাইবাড়ির এই ঘটনায় আবারও এইসব ঘটনা নিয়ে অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ।