আগরতলাঃ
দেশের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও সাংবাদিকদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বিভিন্ন এজেন্সি ও ত্রিপুরা পুলিশ। পশ্চিমবঙ্গ থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হয় রাজ্যের সাংবাদিক সৈকত তলাপাত্র। পশ্চিমবঙ্গের দক্ষিন ২৪ পরগনা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় সাংবাদিক সৈকত তলাপাত্রকে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ। তবে সাংবাদিক সৈকত তলাপাত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং মামালাও রয়েছে রাজ্যের বিভিন্ন থানায়। জানা যায় পূর্বের এক মামলার জেরে PRC(SP) 285/2021 এই ওয়ারেন্টের ভিত্তিতে সাংবাদিক সৈকত তলাপাত্রকে গ্রেপ্তার করা হয়। যদিও গ্রেপ্তারের দিন অর্থাৎ শুক্রবারই সৈকত তলাপাত্রের বিরুদ্ধে পশ্চিম থানায় মামলা করেন ত্রিপুরা মহিলয়া কমিশনের সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারপার্সন ঝর্না দেব্বর্মা। পশিম থানায় মামলা নাম্বার 2023WAG185 । IPC 354(a), 500/505/506/509, 67 IT act 3(I)(v), 3(I)(U), 3(I)(w) এবং SC/ST act 1986 ধারায় মামলা গৃহীত হয় সৈকত তলাপাত্রের বিরুদ্ধে। দুটি মামলায় শুক্রবারই তাঁকে আদালতে তোলা হয়। একটি মামলায় ৯ অক্টোবর এবং আরেকটি মামলায় ১২ তারিখ পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আইনি বিশেষজ্ঞদের ধারনা তপশিলি জাতি, উপজাতি মামলায় জামিন পেতে বেগ পেতে হতে পারে সাংবাদিক সৈকত তলাপাত্রকে।