আগরতলাঃ
রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটানো হয়েছে । আইএএস, টিসিএস এসএসজি, টিসিএস গ্রেড ওয়ান এবং আইএফএস স্তরের মোট ২০ জন আধিকারিকের দায়িত্বের রদবদল ঘটানো হয়েছে। ত্রিপুরা সরকারের আন্ডার সেক্রেটারি জে দত্ত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই রদবদলের কথা জানানো হয়েছে। এই রদবদলের মধ্যে বেশ কিছু চমক রয়েছে যার মধ্যে স্বাস্থ্য সচিবের পদ থেকে সরানো হয়েছে ডক্টর দেবাশিস বসুকে। হঠাৎ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিবের পদ থেকে ডক্টর দেবাশিস বসুকে কেন সরানো হলো তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঁকি দিয়েছে। গ্রামোন্নয়ন (পঞ্চায়েত) পাবলিক ওয়ার্কস ( ড্রিংকিং ওয়াটার এন্ড সেনেটিশন) দপ্তরের সচিব ডঃ রাঠোড় সন্দীপ রেওয়াজি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। ডক্টর দেবাশিস বসুকে সাধারণ প্রশাসন ( সচিবালয়ের প্রশাসন) এবং সাধারণ প্রশাসন ( রাজনৈতিক) দপ্তরের সচিবের দায়িত্ব পালন করবেন। রাজ্য সরকারের বিশেষ সচিব অনিন্দ্য কুমার ভট্টাচার্য রাজস্ব, স্বরাষ্ট্র ( অগ্নিনির্বাপক এবং জরুরি সার্ভিস) সাধারণ প্রশাসন ( অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস) দুর্যোগ মোকাবেলা ইত্যাদি দফতর সামলাবেন। ডেপুটেশন শেষে রাজ্যে ফিরছেন ডক্টর ব্রাহ্মণিত কৌর । তিনি রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের অতিরিক্ত সচিব এবং টিআরএলএম এর চিফ এক্সিকিউটিভ অফিসার তৎসঙ্গে এনইউএলএম এর মিশন ডাইরেক্টর এর দায়িত্ব পালন করবেন। ডক্টর প্রসাদা রাও টিআরপিসি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর এর দায়িত্ব পালন করবেন। পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধনকে উত্তর জেলার জেলাশাসক হিসেবে বদলি করা হয়েছে। নাগেশ কুমার বি’ কে উত্তর জেলার জেলাশাসক থেকে সিপাহীজলা জেলার জেলাশাসক হিসেবে বদলি করা হয়েছে।
সিপাহীজেলার বর্তমান জেলাশাসক ডক্টর বিশাল কুমার পশ্চিম জেলার জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। ঊনকোটি জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমাকে গোমতী জেলার জেলাশাসক হিসেবে বদলি করা হয়েছে। পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক এবং সমাহর্তা রাজীব দত্তকে ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক এবং সমাহর্তা হিসেবে বদলি করা হয়েছে। সেই সঙ্গে তিনি ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তার দায়িত্বও পালন করবেন। সুভাষ চন্দ্র সাহাকে পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা হিসাবে বদলি করা হয়েছে। খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক এবং সমাহর্তা হয়েছেন কেশব কর। উত্তরজেলার অতিরিক্ত জেলাশাসক এবং সমাহর্তা ( পিপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সজল বিশ্বাসকে। ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক এবং সমাহর্তা (পিপি) হিসেবে বদলি করা হয়েছে এল ডারলংকে। ওবিসি ওয়েলফারের অধিকর্তা এবং ত্রিপুরা ওবিসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব পালন করবেন অজিত শুক্ল দাস। ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্বজিৎ পাল। খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারীকে উনার অতিরিক্ত দায়িত্ব ওবিসি ওয়েলফেয়ারের অধিকর্তা এবং ত্রিপুরা ওবিসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অন্যদিকে মৎস্য দপ্তরের অধিকর্তা মুসলেম উদ্দিন আহমেদকে এডিসি প্রশাসনে ডেপুটেশনে পাঠানো হয়েছে। মৎস্য দপ্তরের নতুন অধিকর্তা হয়েছেন সন্তোষ দাস। দক্ষিণ জেলার অতিরিক্ত জেলাশাসক এবং সমাহর্তার দায়িত্ব পালন করবেন সুব্রত রিয়াং।