
বিশালগড়ঃ
স্বামী মরে গেলেও আপত্তি নেই, কিন্তু মোবাইল ফোন চাই স্ত্রীর। সাংসারিক ঝামেলায় বিষ পান করে আত্মঘাতী হবার চেষ্টা স্বামীর । তড়িঘড়ি মহকুমা হাসপাতাল থেকে জিবি রেফার করা হলেও স্ত্রী বাধা দেয়। স্ত্রীর দাবি স্বামী মরে গেলেও আপত্তি নেই, কিন্তু তার মোবাইল ফোনটি যেটা তার স্বামী নিয়ে এসেছে সেট তাকে ফিরিয়ে দিতে হবে। এই ঘটনায় বৃহস্পতবার সন্ধ্যায় বিশালগড় মহকুমা হাসপাতালে বাঁধে দক্ষজজ্ঞ। আগরতলার সুদীপ মোদক নামের এক এসপিও জওয়ান সাংসারিক অশান্তির জেরে শ্বশুর বাড়িতে গিয়ে বিষ পান করে ফেলে। তার শ্বশুর বাড়ি বিশালগড়ের গোকুলনগরে। সেখান থেকে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতর হওয়ায় বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে তাকে জিবি রেফার করা হয়। জিবিতে যাওয়ার উদ্দেশ্যে তাকে এম্বুল্যান্সে তুলামাত্রই তার স্ত্রী এসে আটকে দেয় এম্ব্যল্যান্স। স্ত্রীর দাবি তার মোবাইল ফোনটি নিয়ে আসে স্বামী। তাই আগে তার মোবাইল ফেরত দিতে হবে, তারপর জিবিতে যেতে পারবে। এনিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে একপ্রকার হট্টোগোল বেঁধে যায় বৃহস্পতিবার সন্ধ্যায়। পরে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ জ্যোতির্ময় দাসের তত্বাবধানে সমস্যার সমাধান করে স্বামী সুদীপ মোদককে জিবিতে পাঠান।