বিশালগড়ঃ
নেশার বিরুদ্ধে কাজ করতে গিয়ে মহিলা কাস্টম অফিসারের দ্বারা হেনস্থার শিকার দুই সাংবাদিক। নিজেদের ব্যার্থতা আড়াল করতেই সাংবাদিকদের উপর আক্রমন কাস্টম এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। একদিকে মুখ্যমন্ত্রী নিজে যেখানে নেশার বিরুদ্ধে পুলিশের সাথে রাজ্যের সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান রাখেন। সেখানে একজন সরকারী অফিসার কর্তৃক সাংবাদিক হেনস্থার এই ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভের সঞ্চার হচ্ছে। বৃহস্পতিবার বিশালগড় থানাধীন রামছড়া এলাকায় শাসকদলীয় উপপ্রধান দিগবিজয় অধিকারীর বাড়িতে নেশা সামগ্রী মজুদের সন্দেহে আগরতলা ডিভিশন কাস্টম অফিসের সুপারইনটেন্ডেন্ট সুজাতা দামের নেতৃত্বে তল্লাসী অভিযান চলে। সূত্র মার্ফৎ খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যায় বিশালগড় মহকুমার দুই সাংবাদিক রাসেল আহমেদ ও কুমার গৌরব রায়। ঘটনাস্থলে গিয়ে নিজেদের পেশাগত পরিচয় দিয়ে ঘটনার বিস্তৃত জানতে চাইলে, সংশ্লিষ্ট সেই মহিলা কাস্টম অফিসার সুজাতা দামের অভব্য আচরণের শিকার হন দুই সাংবাদিক। সুজাতা দামের নির্দেশে কেন্দ্রীয় বাহীনির জওয়ানরা সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাদের শারীরিকভাবে নিগ্রহ করে। তাতেই ক্ষান্ত হননি কেন্দ্রীয় বাহীনির জওয়নরা, সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে সেই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। গোপন এই অভিযানে ছিলনা স্থানীয় থানার পুলিশও। এখন প্রশ্ন হচ্ছে গোপন এই অভিযানে সাংবাদিকরা যখন উপস্থিত গিয়েছিলেন তাদের ভাল ভাবেও বিষয়টি বুঝিয়ে বলতে পারতেন কাস্টম অফিসার সুজাতা দাম। জানা গেছে এদিনের তল্লাসীতে কিছুই উদ্ধার করতে পারেনি কাস্টম এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। কিন্তু তা না করে সাংবাদিকদের হেনস্থার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা অবশ্যই তদন্ত সাপেক্ষ। তাছাড়া এদিনের এই অভিযানে অভিযুক্ত দিগ্বিজয় অধিকারীর যাবতীয় আসবাবপত্র থেকে শুরু করে ঘরের সব লকার এমনকি ফ্লোরের টাইলস পর্যন্ত ভেঙে তল্লাশি চালায় সুজাতা দামের টিম । কিন্তু সারাদিনের এই অত্যাধিক গোপন অভিযানে সুজাতা দামের হাতে আসে অশ্বডিম্ব। অতএব এই অভিযানের পেছনে আদৌ কি কোন সঠিক তথ্য ছিল কাস্টম অফিসার সুজাতা দামের কাছে। কারন এতবড় অভিযান তাও আবার শাসকদলীয় উপ প্রধানের বাড়িতে। সেই অভিযানে কিছুই হাতে আসেনি কাস্টম টিমের। এই অভিযানে একপ্রকার দপ্তরের কাটালেন সুজাতা দাম। নেশার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। কিন্তু কিছু অকর্মন্য অফিসারদের বদান্যতায় সেই অভিযানে যথার্থ সাফল্য পাচ্ছেনা দপ্তর। তবে সাংবাদিকদের উপর এই জঘন্য ঘটনার প্রতিবাদে আগামীকাল অর্থাৎ শুক্রবার বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করবে বিশালগড় মহকুমা ভিত্তিক বিভন্ন সাংবাদিক সংগঠন।