বিলোনিয়াঃ
দিল্লিতে সংবাদ সংস্থা নিউজ ক্লিক এর অফিসে হানা চালায় দিল্লি পুলিশ। চিন থেকে ৩৮ কোটি টাকার অবৈধ ফান্ডিং এর অভিযোগে UAPA ধারায় মামলা হয় এই সংবাদ সংস্থার বিরুদ্ধে। আর দিল্লিতে সাংবাদিক হেনস্থা, গ্রেপ্তার এবং সিপিআইএম পোলিটব্যুরো সম্পাদক সিতারাম ইয়েচুরির বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ত্রিপুয়ায়। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এই বিক্ষোভ কর্মসূচি পালন হয় সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে। সিপিআইএম বিলোনিয়া মহাকুমা কার্যালয় থেকে মিছিল সংগঠিত করে জমায়েত হয় জেলা জন গ্ৰন্থাগারের সামনে । বিক্ষোভ স্থলে দাঁড়িয়ে সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা স্লোগান তুলেন এবং আলোচনা রাখতে গিয়ে সিপিআইএম মহকুমা সম্পাদক তাপস দও বলেন আমাদের দেশের সরকার বিভিন্ন ক্ষেত্রে যেমন স্বৈরাচারী পদক্ষেপ গ্রহন করছে, তেমনি দুর্নীতিগ্রস্থ হয়ে পড়ছে। আর সরকারের দুর্নীতি আর স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে কথা বললে একের পর এক সাংবাদিকদের হেনস্তা করা হচ্ছে, সাংবাদিকদের হেনস্তা মানে গনতন্ত্রের উপর আক্রমণ, কেন্দ্রীয় সরকারের এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে। এদিনের বিক্ষোভ স্থলে নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন দুই বাম বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস, সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, সিপিআইএম বিলোনিয়া মহাকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত , সহ কর্মী সমর্থকেরা।