শান্তিরবাজারঃ
শান্তিরবাজার শহরের গড়ে উঠছে অঘোষিত মিনি বার। অবৈধভাবে বিভিন্ন রেষ্টিরেন্টে চলছে মদের রমরমা। শুক্রবার রাতে এমনি এক স্বঘোষিত মিনি বার থেকে বারের মালিক সহ তিনজনকে আটক করল পুলিশ। শান্তির বাজার শহরের প্রানকেন্দ্রে বিশ্বজিৎ বনিক নামে এক যুবক রেষ্টুরেন্টের নামে মদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে অনেক বছর ধরেই। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও একাধিক পুলিশ অফিসার এবং স্থানীয় নেতাদের সাথে গোপন সম্পর্কের কারনে বার বারই পার পেয়ে যাচ্ছে বিশ্বজিৎ। তবে শুক্রবার হাতেনাতে ধরা পরে আর রেহাই পায়নি বিশ্বজিৎ। মালিক সহ আরও দুই নেশাখোরকে ধরে থানায় নিয়ে আসে শান্তিরবাজার থানার পুলিশ।