চড়িলামঃ
বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুটি অবুঝ প্রানীর। ঘটনা শুক্রবার বিকেলবেলা চড়িলাম পরিমল চৌমুহনী শ্রীকৃষ্ণ হোটেলের সামনে আগরতলা সাব্রুম জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানায় একটি ভেড়া তার একটি বাচ্চা নিয়ে মালিকের বাড়িতে প্রবেশ করবার মুখে দ্রুত গতিতে আসা টি আর ০৩ _০৫১৬ নম্বরের একটি গাড়ি সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় ভেড়া এবং তার ছানার ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুটি ভেড়ার আনুমানিক বাজার মূল্য প্রায় 10000 টাকারও বেশি হবে বলে জানিয়েছেন ভেড়ার মালিক ঝুটন মজুমদার। চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে চেছরিমাই পর্যন্ত প্রতিদিন জাতীয় সড়কে দ্রুত গতিতে থাকা যানবাহনের ধাক্কায় মানুষ থেকে নিরীহ প্রাণী কেহই রেহাই পাচ্ছে না। আর পুলিশ ও ট্রাফিক নীরব ভূমিকায়।