সোনামুড়াঃ
ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের ডাকে সারা দিয়ে বাংলাদেশ চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের এক প্রতিনিধি দল ত্রিপুরা রাজ্য সফরে আসেন। বৃহস্পতিবার প্রতিনিধি দলের সদস্যরা আসেন সোনামুড়া মহকুমার মেলাঘরে অবস্থিত নিরমহল পরিদর্শনে। সেখানে তাদের সঙ্গে ছিলেন ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির ৩ সদস্যক প্রতিনিধি সুপ্রভাত দেবনাথ, চিন্ময় চৌধুরী এবং মাহবুব আলম। নীরমহল পরিদর্শন শেষে সোনামুড়া সরোজিনী গেস্ট হাউসে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের মহাকুমা কমিটির পক্ষ থেকে প্রতিনিধি দলকে সংবর্ধিত করা হয়। পাশাপাশি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন রাজ্য কমিটির উপস্থিত সদস্য এবং জেলা এবং মহাকুমা কমিটির সদস্যদের পক্ষ থেকে বিধায়ক বিন্দু দেবনাথকে সংবর্ধিত করা হয়। বিধায়ক প্রতিবেশী দেশ থেকে আগত সাংবাদিকদের ফুল এবং উত্তরীয় দিয়ে অভিনন্দন জানান এবং সংক্ষিপ্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা রাখেন বিধায়ক বিন্দু দেবনাথ। তিনি দুদেশের কৃষ্টি সংস্কৃতির মেলবন্ধনের বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষ থেকে আলোচনা রাখেন চট্টগ্রাম জার্নালিস্ট স্পোর্টস ক্লাবের অন্যতম সদস্য মহসিন কাজী। তিনি তার আলোচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরা রাজ্যের ভূমিকা তুলে ধরেন। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক টুটন চৌধুরী এবং সোনামুড়া মহাকুমা সভাপতি অমিত দত্ত সহ অন্যান্য সদস্যরা।