চড়িলামঃ
নেশা মুক্ত ত্রিপুরা গড়ার কাজ চালিয়ে যাচ্ছে সরকার। সরকারের পাশাপাশি নেশার বিরুদ্ধে গর্জে উঠছে বিভিন্ন সংগঠন। এবার নেশা বিরোধী সচেতনতা অভিযান শুরু করেছে বিশালগড় প্রেস ক্লাব। বৃহস্পতিবার বিশালগড় প্রেস ক্লাবের উদ্যোগে নেশার কুফল এবং বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এই মহতি কর্মসূচি রূপায়ণে সহযোগিতা করেছে সিপাহীজলা জেলা পরিষদ। চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী, বিশালগড় থানার ওসি তাপস দাস, মহিলা থানার ওসি শিউলি দাস, সমাজসেবক রাজকুমার দেবনাথ। সভাপতিত্ব করেন বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ। স্বাগত ভাষণে নেশার ভয়াবহতা তুলে ধরেন বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম।
জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার সংকল্প নিয়ে কাজ করছে সরকার। গ্রামে উন্নয়ন পৌঁছে যাচ্ছে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটেছে। কিন্তু আধুনিক সমাজব্যবস্থায় নেশার ছোবলে যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। নেশার বিরুদ্ধে সকল অংশের মানুষকে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। শাসন প্রশাসন এবং জনগণের প্রচেষ্টায় আমরা নেশা মুক্ত সমাজ গড়তে পারবো। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি বাস্তবায়নে নানা প্রকল্প চালু করেছে। নারীদের অধিকার দেয়া হয়েছে। পার্লামেন্টে ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। কিন্তু আজও বাল্য বিবাহ হচ্ছে। মেয়েদের বোঝা না ভেবে তাদের সুশিক্ষিত করুন। স্বনির্ভর করুন। অতিরিক্ত জেলা পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী বলেন পুলিশ শক্ত হাতে নেশার বিরুদ্ধে কাজ করছে। এক্ষেত্রে জনগনের সহযোগিতা দরকার। যুব সমাজকে রক্ষা করতে হবে। দেশের যুব সমাজকে ধ্বংসের পথে ধাবিত করে নেশাকারবারীরা বেশ আরাম আয়াসে আছে। কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ পরিবারগুলো । বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ বলেন আমরা বিপদ সীমায় দাঁড়িয়ে আছি। এখানো সময় আছে। সকলের সম্মিলিত প্রয়াসে রক্ষা পেতে পারে যুব সমাজ। অনুষ্ঠানে এছাড়া ছিলেন বিশালগড় প্রেস ক্লাবের সহসভাপতি সমীর ভৌমিক, অফিস সম্পাদক গৌতম ঘোষ, কোষাধ্যক্ষ হারাধন দেবনাথ, সাংবাদিক জ্যোতির্ময় সাহা প্রমূখ।