বিলোনিয়াঃ
বৃদ্ধ পিতা মাতাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ছেলে। শুধু বাড়ী থেকে তাড়িয়ে দেওয়া নয়, বৃদ্ধ পিতা মাতার বিরুদ্ধে বিলোনিয়া থানাতে বধু নির্যাতনের মামলা ছেলে ও ছেলের বউর পক্ষ থেকে । দিশেহারা বৃদ্ধ পিতা মাতা অবশেষে বাধ্য হয়ে আশ্রয় নিতে হয়েছে অন্যের বাড়িতে ভাড়া ঘরে। সংশ্লিষ্ট স্থানীয় পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান থেকে শুরু করে থানাতে জানিয়ে কাজের কাজ কিছু না হওয়ায় অবশেষে আজ বেলা সাড়ে বারোটা নাগাদ বিলোনিয়া আদালতে দ্ধারস্থ বৃদ্ধ পিতা মাতা। ঘটনাটি ঘটেছে গত তিন বছর আগে বিলোনিয়া ভারত চন্দ্র নগর ব্লকের সুভাষ নগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিষ্ণু প্রিয়া দাস ও তার স্বামী হরিলাল দাস টাকা জমিয়ে বাড়ীঘর করার পাশাপাশি চারশত রাবার গাছের বাগন করেছেন। প্রায় ৮০ উর্ধ হিরাল দাস ও ৭০ উর্ধ বিষ্ণু প্রিয়া দাস নিজেদের নামে জায়গা বাড়ী থাকা সত্বেও ছেলে আর ছেলের বৌয়ের অত্যাচারে গত প্রায় তিন বৎসর বাড়ী ছাড়া দুই বৃদ্ধা মানুষের বাড়ীতে কোন ক্রমে যখন যা পান তা করেই কদমতলা এলাকায় একটি বাড়ীতে আশ্রয় নিতে হয়েছে। অবশেষে গত ২৯ আগষ্ট ২০২৩ সালে বিষ্ণুপ্রিয়া দাস বিস্তিত ঘটনা জানিয়ে এবং তাদের বাড়ীতে নিরাপদে থাকার ব্যাবস্থা করতে বিলোনীয়া মহিলা থানায় ছেলে সঞ্জয় দাস, ছেলের বৌ পিংকি দে, ছেলের শ্বশুড় শ্বাশুড়ি যথা ক্রমে হরিন্দ্র দে এবং দীপালি দের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিষ্ণু প্রিয়া দাসের অভিযোগ মহিলা থানায় মামলা করলেও পুলিশ একদিনের জন্য ঘটনার তদন্তের জন্য যায়নি এমনকি ৪০০ রাবার গাছের বাগান থেকে ২০০ টি গাছে ছেলে ইতি মধ্যে বিক্রি করে দিয়েছে। বিষ্ণু প্রিয়ার অভিযোগ অবিলম্বে ছেলের বিরুদ্ধে কঠোর না হলে সর্বস্য শেষ করে দেবে । পুলিশে অাস্থা হারিয়ে নিজেদের স্থায়ী ঠিকানা ফিরে পেতে এবং বাবা মায়ের উপর আক্রমন কারী ছেলে ও ছেলের বৌ সহ সকলের দৃষ্টন্ত মূলক শাস্তি দিতে এবং নিজেরা নিরাপদের নিজের তৈরী ভিটেতে থাকতে পারেন তার জন্য আজ বিলোনীয়া আদালতে স্বামী বৃদ্ধ হরিলাল দাসকে সঙ্গে বৃদ্ধ বিষ্ণু প্রিয়া দাস মামলা করার জন্য নিয়ে আবেদন করেন।