Home BREAKING NEWS শিক্ষায় নতুন দিশা ! অঙ্গনওয়াড়ি সেন্টার গিলে খাচ্ছে শাসকদলীয় নেতা-মেম্বাররা !

শিক্ষায় নতুন দিশা ! অঙ্গনওয়াড়ি সেন্টার গিলে খাচ্ছে শাসকদলীয় নেতা-মেম্বাররা !

by News On Time Tripura
0 comment

কদমতলাঃ

শিক্ষায় নতুন দিশা দেখাচ্ছে সরকার। আর শাসকদলের মেম্বার বেঁচে খাচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কচিকাঁচা শিক্ষার্থীদের স্থা কুঁড়েঘর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দালান বাড়ি ভেঙে নিল ওয়ার্ড মেম্বার। কচিকাঁচা শিক্ষার্থীদের ঠাই পাশের বাড়ির পরিত্যক্ত কুঁড়েঘর। ঘটনার সুষ্ঠ তদন্ত ও নতুন দালান বাড়ির দাবিতে সোচ্চার এলাকাবাসী। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জানা গেছে, পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের “পুর্ব ফুলবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি” বিস্তির্ন খাদিমপাড়া এলাকার ছাত্রছাত্রীদের একমাত্র ভরসা। দীর্ঘদিন থেকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলে আসলেও আজ থেকে প্রায় বছর খানেক পূর্বে গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের মেম্বার রিপন দে তার সহযোগী পরিমল ভৌমিক,আছার উদ্দিন সহ কিছু লোকজন নিয়ে ঐ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দালান বাড়িটি ভেঙে নিয়ে যায় বলে এলাকাবাসীদের অভিযোগ। তখন এলাকাবাসী সরকারি দালান বাড়ি ভাঙ্গতে অভিযোগ করলে তারা জানায় এই বিল্ডিংটি অকশনে তারা কিনেছে,তাই নিয়ে যাচ্ছে। তাছাড়া কিছু দিনের ভেতর পুনরায় নতুন দালান বাড়ির কাজ শুরু হবে বলে তারা এলাকাবাসীকে জানায়। কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দালান বাড়ি ভেঙে নেওয়ার বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কোন নতুন বিল্ডিং এর কাজ শুরু হয়নি।তাই বাধ্য হয়ে পাশের বাড়ির একটি পরিত্যক্ত জরাজীর্ণ ঘরে পঠন পাঠন করতে হচ্ছে কচিকাঁচা ছাত্র ছাত্রীদের। এ বিষয়ে একাধিকবার কদমতলা সিডিপিও এবং কদমতলা ব্লকে আবেদন জানালেও কোন সুরাহা হয়নি। তাই এলাকাবাসী রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠ তদন্ত ও নতুন দালান বাড়ি নির্মাণের দাবি তুলেছেন।

You may also like