মধুপুরঃ
টিফিন আওয়ারের পর উধাও দাঁতের ডাক্তার। অভিযোগ নতুন নয়। বেশ কয়েকদিন যাবতই কমলাসাগর বিধানসভার মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দন্ত চিকিৎসকের বিরুদ্ধে এই অভিযোগ। হাসপাতালে গিয়ে দাঁতের ডাক্তারকে খোঁজে পাওয়া যায় না। অভিযোগের সত্যতা খুঁজতে মঙ্গলবার বিকেলে সাংবাদিকরা মধুপুর হাসপাতালে প্রবেশ করলে দেখা যায় রোগীদের অভিযোগ পুরোপুরি সত্য। দন্ত চিকিৎসক ম্যাডাম হাসপাতালে নেই। যোগাযোগের চেষ্টা করা হয় হাসপাতালের মেডিকেল অফিসার্স ইনচার্জের সাথেও। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে ইনচার্জের কাছেও খবর নেই উনার অনুপস্থিতার। কারন দাঁতের ডাক্তার ম্যাডাম কাউকে না জানিয়েই হাসপাতাল ত্যাগ করেছেন। তবে শুধু বুধবার নয়, দিনের পর দিন একই রকম ভাবে হাসপাতাল কামাই করছেন এই মহিলা চিকিৎসক। অভিযোগ বাড়তি কামাইয়ের জন্য প্রাইভেট চেম্বার করার উদ্দেশ্যেই প্রতিদিন অর্ধেক ডিউটি করছেন এই দন্ত চিকিৎসক। আর এর ফলে প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় সাধারণ জনগণ। এখন দেখার বিষয় এই সংবাদ প্রকাশের পর দপ্তর এই বিষয়ে কি ভূমিকা গ্রহণ করে।