বিশ্রামগঞ্জঃ
বিদ্যালয়স্তরে শিক্ষার্থীদের জন্য অভিনব উদ্যোগ সিপাহীজলা জেলা প্রশাসনের। সিপাহীজলা জেলার সরকারী বিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের সরকারী বিভিন্ন নথিপত্র অতি সহজে তৈরী করে দেওয়ার জন্য শুরু হল এক নতুন প্রকল্প। “সমৃদ্ধ শিক্ষার্থী” নামক এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয় থেকেই ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় সকল সরকারী নথিপত্র তৈরী করে দেওয়া হবে। তার জন্য আর মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে লাইন লাগাতে হবে না ছাত্রছাত্রীদের। একজন নাগরিক হিসাবে প্রয়োজনীয় যেকোন সরকারী কাগজ, যেমন পিআরটিসি, জাতি পরিচয়পত্র, ইনকাম সার্টিফিকেট এবং আধার কার্ড বের করা এখন অনেকটাই সহজ হবে ছাত্রছাত্রীদের জন্য। এইসকল নথি বের করতে মহকুমা অফিস সহ বিভিন্ন সরকারী কার্যালয়ে দৌড়ঝাঁপ করতে গিয়ে পড়াশুনায় প্রভাব পরত ছাত্রছাত্রীদের। বিশেষ করে বিদ্যালয়ে স্টাইপেন্ড থেকে শুরু করে বিভিন্ন সরকারী সুবিধা পেতে সরকারী নথিপত্র অত্যন্ত আবশ্যক। আর শিক্ষার্থীদের সেই সকল অসুবিধা থেকে মুক্ত করতে সিপাহীজলা জেলা প্রশাসনের নতুন প্রকল্প “সমৃদ্ধ শিক্ষার্থী”। জেলার বিভিন্ন মহকুমাস্তরে মহকুমা শাসকের তত্বাবধানে একজন ডিসিএম এর উপস্থিতিতে বিশেষ কমিটি গঠন করা হবে। যারা প্রতিটি স্কুলে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় নথিপত্র বিশ্লেষণ করে তাঁদের সার্টিফিকেট প্রদান করবে। আবেদন জমার ১৫ দিনের মধ্যে ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট নথি হস্তান্তর করার নির্দেশও প্রদান করা হয়েছে। রাজ্যে প্রথমবারের মত সিপাহীজলা জেলার তরফ থেকে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। বুধবার বিশ্রামগঞ্জতস্থিত সিপাহীজলা জেলা শাসক অফিসের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়িকা আন্তরা সরকার দেব, বিধায়ক বিন্দু দেবনাথ, সিপাহীজলা জেলা পরিষদের সহ সভাধিপতি পিন্টু আইচ, জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা।