বিলোনিয়াঃ
যান দুর্ঘটনার লাগাম টানতে বিলোনিয়া পুলিশ প্রশাসনের তাৎপরতা তুঙ্গে। বিলোনিয়া মহকুমা জুড়ে প্রতিনিহত ঘটে চলেছে দুর্ঘটনা। বিশেষ করে বাইক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন যুবক থেকে বৃদ্ধ। এরপরও সচেতন হচ্ছেন না বাইক এবং অন্যান্য যান চালকরা। স্পেশাল ড্রাইভে বাইক এবং অন্যান্য যানবাহন চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণে এবার পথে নামলো বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। সামনে ঘনিয়ে আসছে দুর্গাপূজা। দূর্গা পূজার প্রাক মুহূর্ত প্রশাসনের তাৎপরতা তুঙ্গে । তাই বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ট্রাফিক কন্ট্রোল। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস , ওসি ইনচার্জ সুকান্ত ত্রিপুরা, সাব ইন্সপেক্টর সঞ্জীব দেববর্মার নেতৃত্বে বনকর নদীর উত্তর পাড়ে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী স্পেশাল অভিযানে নামেন। সন্ধ্যা ছয়টায় বিলোনিয়া থানাধীন বনকর এলাকায় ট্রাফিক যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণে অভিযান শুরু করে। বেপরোয়া গতিতে এবং মদমত্ত অবস্থায় বাইক সহ বিভিন্ন ধরনের যান চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে মহকুমা পুলিশ। পাশাপাশি গাড়ির কাগজপত্র সহ ড্রাইভিং লাইসেন্স চেক করে বিশাল পরিমাণ জরিমানা ও আদায় করে মহকুমা পুলিশ। চেকিং এর সময় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নেই এইধরনের বেশ কয়েকটি বাইক আটক করেও নিয়ে যাওয়া হয় থানাতে। আগামী দিনেও এই ধরনের অভিযান জারী থাকবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস।