বিশালগড়ঃ
দেওর বৌদির শখের বাগানে হানা দিল পুলিশ। আটক চার ড্রামে প্রায় ৪৩ কেজি শুকনো গাজা। ঘটনা বিশালগড় থানাধীন বংশীবাড়ি এলাকায়। জানা গেছে পুলিশের গোয়েন্দা বিভাগের খবরের ভিত্তিতে জানতে পারে বংশীবাড়ি এলাকায় সম্পর্কে দেবর ও বৌদি মিলে অবৈধভাবে গাঁজা চাষ করে তা ব্যবসা করছে। খবর পাওয়া মাত্র বিশালগড় থানার ওসি তাপস দাসের নেতৃত্বে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বংশীবাড়ি এলাকায় হানা দেয়। অভিযানে রাধারানী দেববর্মা ও রবি গোপাল দেববর্মার বাড়ি থেকে প্রায় চার ড্রামে ৪৩ কেজি শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পাশাপাশি এই অভিযান চলাকালীন সময়ে পুলিশ খবর পায় পাশেই একটি বনদপ্তরের জায়গায় গাঁজা চাষ করা হচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশ এবং আরক্ষা বাহিনী সেই জায়গায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার গাঁজা গাছ ধ্বংস করে। জানা গেছে প্রায় ছয় কানি জায়গা জুড়ে এই গাজা চাষ চলছিল এতদিন যাবত। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশালগড় থানার ওসি তাপস দাস জানান উক্ত ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত রাধারানী দেববর্মা ও রবি গোপাল দেববর্মাকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে NFPS ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে যার নম্বর BLG PS -96/2023। উল্লেখ্য প্রশাসনের চোখে ধুলো দিয়ে সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় পর্দার আড়ালে চলছে অবৈধ গাঁজা চাষ তাও আবার সরকারি জায়গা ব্যবহার করে হচ্ছে এই ধরনের কর্মকাণ্ডে। একদিকে যখন গোটা যুবসমাজ এই নেশার করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে জনগণের পক্ষ থেকে দাবি উঠছে প্রশাসন যেন নেশা মুক্ত ত্রিপুরার স্লোগান কে বাস্তবায়িত করার লক্ষ্যে অবৈধভাবে গড়ে ওঠা এই গাঁজা চাষ অবিলম্বে ধ্বংস করে।