Home BREAKING NEWS দেশি পিস্তল সহ ধৃত ছিঁচকে নেশা কারবারি

দেশি পিস্তল সহ ধৃত ছিঁচকে নেশা কারবারি

by News On Time Tripura
0 comment

খোয়াইঃ

ছিঁচকে নেশা কারবারিদের হাতেও পৌছে যাচ্ছে পিস্তল । নেশা আর অস্ত্রের আস্ফালনে ক্রমশই রাজ্যের পরিবেশ অতঙ্কময় হচ্ছে। নেশা বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য আসলেও আদৌ কি রাজ্যের নেশা বাণিজ্যে এর কোন প্রভাব পড়েছে। এ নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। পুজার আগে খোয়াই থানার উল্লেখো্যগয় শাফোলয়। দেশী পিস্তল সহ আটক এক নেশা কারবারি। অপারেশন সঞ্জীবনীর অঙ্গ হিসাবে বিশেষ তল্লাশি অভিযানে খোয়াই লালছড়া এলাকায় গৌতম বর্মন নামে এক নেশা কারবারির বাড়ি থেকে দুই কেইস হেরোইন, ২ লক্ষ টাকা নগদ, সাতটি মোবাইল, একটি বাইক সহ একটি দেশি পিস্তল উদ্ধার করে পুলিশ। খোয়াই পুলিশ আধিকারিক প্রসুন কান্তি মজুমদার এই সাফল্যের জন্য খোয়াই থানার ওসি সুবির মালাকার এবং অন্যান্য পুলিশ কর্মীদের সাধুবাদ জানান এবং ধৃত আসামির সাথে ইন্টারোগেশনে এই রেকেটে যুক্ত অন্যান্যদের ধরার চেষ্টা করবে বলে আশ্বস্ত করেন।

You may also like