ধর্মনগরঃ
জিআরপি,আরপিএফ ও টিএসআর বাহিনীর যৌথ অভিযানে শিলচর আগরতলা গামী যাত্রীবাহী ট্রেন থেকে উদ্ধার কয়েক লক্ষাধিক টাকার হেরোইন। তবে কোন ধরপাকড়ের খবর নেই।জানা গেছে প্রতিদিনের মতো রবিবার দুপুর পৌনে একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশনে নেশা বিরোধী অভিযান চালায় জিআরপি,আরপিএফ ও টিএসআর বাহিনীর জওয়ানরা। এদিন শিলচর আগরতলা গামী যাত্রীবাহী ট্রেনটি ধর্মনগর রেল স্টেশনে আসলে ট্রেনটিতে যথারীতি তল্লাশি চালায় যৌথ পুলিশ বাহিনী।আর এতে ট্রেনের একটি কোচের ভেতরে একটি বাজারের ব্যাগ থেকে ছয় প্যাকেট হেরোইন উদ্ধার হয়।তবে এই ব্যাগের সাথে কাউকে আটক করতে পারেনি যৌথ পুলিশ বাহিনী।সকল আইনি প্রক্রিয়া শেষে এদিন রাতেই এই বিষয়ে বিস্তারিত ধর্মনগর জিআরপি থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার কলই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রুটিন তল্লাশি চলাকালীন সময়েই উঠে আসে এই সাফল্য।ছয় প্যাকেটে মোট ৭৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার কালোবাজারি মূল্য আনুমানিক কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন। তিনি জানান জিআরপি থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। সোমবার উদ্ধারকৃত হেরোইন ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সমঝে দেওয়া হবে।