Home BREAKING NEWS বাড়ি থেকে ব্যাঙ্কে গিয়ে নিখোঁজ গৃহবধূ

বাড়ি থেকে ব্যাঙ্কে গিয়ে নিখোঁজ গৃহবধূ

by News On Time Tripura
0 comment

চড়িলামঃ

ব্যাংকে গিয়ে নিখোঁজ গৃহবধূ। মায়ের জন্য কেঁদে অস্থির মেয়ে। থানায় মিসিং ডায়রি করল স্বামী। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের চৌমনী পাড়া এলাকার মৃনাল দেবনাথের স্ত্রী ২২ সেপ্টেম্বর সকাল ১০ টায় বিশালগড় রাস্তারমাথায় এক ব্যাঙ্কে যায় । কিন্তু চার দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত বাড়ি ফিরেনি মৃণালের স্ত্রী রুম্পা দেবনাথ। ২২শে সেপ্টেম্বর বাড়ি না ফেরায় সম্ভাব্য সকল স্থানেই খোঁজ নেয় মৃনাল। কিন্তু তার স্ত্রীর কোন খোজখবর পাওয়া যায়নি। মাকে হারিয়ে দিনরাত কান্নায় ভেঙে পরে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া একমাত্র মেয়েটি। বিশ্রামগঞ্জ মহিলা থানায় মিসিং ডায়রি করলেও এখনো কোন খবর নেই গৃহবধূর। স্ত্রীর সন্ধানে শেষ পর্যন্ত আমাদের প্রতিনিধির দ্বরস্থ হয় অসহায় স্বামী।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato