ধর্মনগরঃ
আগামী ২৮ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত বাগবাসা থানার শুভ উদ্বোধন করা হবে। সেই বিষয়ে খোঁজখবর নিতে রবিবার বাগবাসা আউট পোস্টে আসেন আইজিপি (এল ও) সৌমিত্র ধর। সঙ্গে ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর, উত্তর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডালং, ধর্মনগর মহকুমা পুলিশ অধিকার দেবাশীষ সাহা সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ। এদিন তিনি বাগবাসা আউট পোস্ট পরিদর্শন করে আউট পোষ্টের সকল খোঁজখবর নেন এবং মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানকে কিভাবে একটি সুন্দর রূপ দেওয়া যায় সেই বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন পুলিশ আধিকারিকদের।