গন্ডাছড়াঃ
লোকসভা নির্বাচনের আগে রাজ্যের জনজাতি এলাকায় নিজেদের ভীত মজবুত করতে চাইছে বিজেপি। আর তার জন্য এখন থেকেই পাহাড়মুখী হচ্ছে বিজেপির উচ্চস্তরীয় নেতৃত্ব। রবিবার রাইমা ভ্যালী বিধানসভা কেন্দ্রের গন্ডাছড়া মন্ডল উদ্যেগে উল্টাছড়া ব্রু স্যাটেলমেন্ট ক্যাম্পে এক যোগদান সভা অনুষ্টিত হয়। এই যোগদান সভায় বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যীর হাত ধরে উল্টাছড়া ক্যাম্পের ৪৫৪ পরিবারের প্রায় ১৮০০ ভোটার বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ছেড়ে বিজেপি দলে সামিল হয় বলে দাবি। দলত্যাগিদের বরন করেন প্রদেশ সভাপতি। যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলার বিজেপি সহ সভাপতি বিকাশ চাকমা, ৮নং গন্ডাছড়া গঙ্গানগর এমডিসি ভূমিকা নন্দ রিয়াং, জনজাতি মোর্চার অন্যতম নেতা তথা প্রাক্তন ইএম প্রতিরাম এিপুরা, রাইমা ভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা সহ অন্যান্যরা।