সোনামুড়াঃ
রবিবার রাজ্য ভিত্তিক মক্তব শিক্ষার দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত হয় সোনামুড়া রাঙ্গামাটিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে। গোটা রাজ্য থেকে প্রায় দশ হাজারের উপর মুসলিম ধর্মপ্রাণ মানুষ এই সেমিনারে অংশ গ্রহণ করেন। মূলত মুক্তবী শিক্ষার তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা হয় এই সেমিনারে। মুফতি তৈয়ীবুর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত এবং জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরফ মিয়া ওরফে জালাল মিয়ার আর্থিক সহযোগিতায় মক্তব শিক্ষার এক দিবসীয় এই সেমিনার ব্যাপক আলড়ন সৃষ্টি করে সোনামুড়ায়। প্রায় দশ হাজার মানুষের দুপুরের খাবারের আয়োজন করেন জালাল মিয়া। অনেকেই বলেছেন জালাল মিয়ার আর পাঁচটি সামাজিক কাজের চাইতে এদিনের কাজটি ছিল একটি দৃষ্টান্ত স্থাপন কারি কাজ। তাই আবাল বৃদ্ধ বনিতা সোনামুড়ার সকল অংশের মানুষের মুখে মুখে শুধু জালাল মিয়ার নাম। জালাল মিয়াও অত্যন্ত তৃপ্তিবোধ করেছেন এই কাজে এগিয়ে আসতে পেরে। মুফতি তৈয়ীবুর রহমান এবং আসাম থেকে আগত অতিথিরা বলেন মক্তব শিক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি , জাতীয় সংহতি ও দেশ প্রেম বৃদ্ধি পাবে। এছাড়া মক্তব শিক্ষা কি , মক্তব শিক্ষার প্রচলন কবে থেকে শুরু হয় ,মক্তব শিক্ষার ঘাটতি কোথায় রয়েছে এই সব বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন বক্তারা।