Home BREAKING NEWS মজদুর সংঘের বিধায়ক সংবর্ধনায় অনুপস্থিত তিন বিধায়ক

মজদুর সংঘের বিধায়ক সংবর্ধনায় অনুপস্থিত তিন বিধায়ক

by News On Time Tripura
0 comment

সোনামুড়াঃ

ভারতীয় মজদুর সংঘ ও ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, সোনামুড়া বিভাগের পক্ষ থেকে রবিবার বিকেলে সোনামুড়া টাউন হলে নবনির্বাচিত ধনপু্র বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ ও বক্সনগর বিধানসভার বিধায়ক তোফাজ্জল হোসেন কে সংবর্ধনা প্রদান করা হয়। সোনামুড়া টাউন হলে এই সম্বর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির সভাপতি শংকরদেব, ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার দে, ভারতীয় জনতা পার্টি সিপাহীজলা জেলা দক্ষিণের সভাপতি দেবব্রত ভট্টাচার্য, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নজরুল আমিন। সিপাহীজলা জেলার ভারতীয় জনতা পার্টির পাঁচজন বিধায়ককে মুলত এদিন এই সম্বর্ধনা দেওয়ার কথা ছিল । উপনির্বাচনে জয়ী নতুন দুই বিধায়ক উপস্থিত থাকলেও বাকিদের কিন্তু দেখা যায়নি এই অনুষ্ঠানে। দুই বিধায়ককে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে এদিন শাসক দল সমর্থিত সর্ববৃহৎ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। তবে মজদুর সংঘের মত বৃহত্তর শ্রমিক সংগঠনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনজন বিধায়কের অনুপস্থিতিতে অনুষ্ঠান হলে গুঞ্জন ছিল কর্মী সমর্থকদের মধ্যে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato