উদয়পুরঃ
মামাতো বোনের সাথে প্রেমে জড়িয়ে পরে দিল্লি থেকে পালিয়ে নিয়ে এসে ফেঁসে গেল রাজ্যের এক যুবক। এবার এক গভীর প্রেমের লম্বা কাহিনী উদয়পুরের দুই থানায় । উদয়পুর শালগড়া থেকে প্রেমের বাতাস বইল সোজা দেশের রাজধানী দিল্লিতে ! উদয়পুর শালগরা এলাকার আনিস আহমেদ দিল্লিতে থাকা সাদিয়া নামে এক মেয়ের সাথে ভালোবাসা সম্পর্ক গড়ে তোলে। সাদিয়া আবার আনিস আহমেদের মামাতো বোন হয় । তবে এই সম্পর্ককে মেনে নিতে নারাজ দুই পরিবার। তাই সাদিয়াকে নিয়ে দিল্লি থেকে রাজ্যে পালিয়ে আসে আনিস। এদিকে মেয়ের পরিবার দিল্লিতে আনিসের নামে মামলা করে থানায় ।পরে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ রাতে গিয়েই দুজনকে তুলে আনে থানাতে। সাদিয়াকে রাখা হয়েছে উদয়পুর মহিলা থানায় এবং আনিসকে রাখা হয় উদয়পুর রাধা কিশোরপুর থানায় । এদিকে আটক যুবক জানায় তাদের দুজনের সাবালক, পাশাপাশি তারা আইনিভাবে কোর্ট ম্যারেজও সেরে নিয়েছে, তারপরও কেন তাদেরকে হয়রানি করা হচ্ছে , তা নিয়ে অভিযোগ করে আনিস।