জম্পুইজলাঃ
রাজ্যে ক্রমশই ডানা ছড়াচ্ছে উগ্রবাদী সংগঠন। কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে আগ্নেয়াস্ত্র। আর তার প্রমান মিলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে । পর পর দুইদিনে অত্যাধুনিক পিস্তল সহ ধরা পড়েছে একাধিক ব্যক্তি। জিরানিয়া ও ধর্মনগর রেল ষ্টেশনে পিস্তল ও কার্তুজ উদ্ধারের পর এবার জম্পুইজলায় উদ্ধার তাজা বোমা। শনিবার বিকেলে জম্পুইজলা গুরুদয়ালপাড়া এলাকায় উদ্ধার তাজা বোমা। ঘটনাস্থলে জম্পুইজলা থানার পুলিশ, এলাকায় তীব্র উত্তেজনা। জানাযায় জম্পুইজলা গুরুদয়াল পাড়া এলাকায় রাস্তার পাশে আচমকায একটি তাজা বোমা দেখতে পায় স্থানীয় জনজাতি এলাকাবাসী। এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় ছড়িয়ে পড়তে মুহূর্তে মধ্যে ঘটনাস্থলে জড়ো হতে থাকেন এলাকাবাসীরা। দ্রুত খবর দেয়া হয় জম্পুইজলা থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে এসে পুলিশ রাস্তার পাশে পড়ে থাকা তাজা বোমাটি জলভর্তি বালতিতে করে বোমাটি উদ্ধার করে নিয়ে যায় থানায়। তবে এই তাজা বোমাটি কিভাবে এখানে আসলো বা কারা এই বোমাটি রাখলো সেই নিয়ে এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা। পুলিশ বোমাটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে বলে যানা যায়।