খোয়াইঃ
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্পের অন্তরায় হচ্ছে তারই দলের কর্মীরা। নিজের পায়ে দাঁড়িয়ে আত্মনির্ভর হবার এক যুবকের স্বপ্নে জল ঢেলে দিল এক বিজেপি কর্মী। বিগত ৫-৬ বছরের প্রচেষ্টায় খোয়াই পশ্চিম সিঙ্গিছড়া এলাকার যুবক বিশ্বজিৎ নমঃদাস মৎস্য দপ্তরের সহযোগিতায় পুকুরে মাছ প্রতিপালন করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিল। শুক্রবার গভীর রাতে উত্তর সিঙ্গিছড়া এলাকার বিজেপি সমর্থিত যুবক সুব্রত দাস পূর্ব শত্রুতার জেরে বিশ্বজিৎ নমঃদাসের তিন কানি একটি পুকুরে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ। পুকুরে বিষ প্রয়োগের ফলে মৎস্যচাষী বিশ্বজিৎ নমঃ দাসের পুকুরে প্রায় পাঁচশত কেজি মাছ মরে ভেসে উঠে। এই ঘটনায় বিশ্বজিৎ নমঃদাস কান্নায় ভেঙে পড়েন। মানসিকভাবে ভেঙ্গে পড়া মৎস্য চাষী যুবক স্থানীয় বিজেপি নেতাদের বিষয়টি জানায় এবং খোয়াই থানায় একটি মামলা দায়ের করে। অভিযোগ রয়েছে ওই বিজেপি কর্মী বখাটে সুব্রত দাস তার সাঙ্গপাঙ্গদের নিয়ে গ্রামের বহু মানুষের ক্ষতি সাধন করেছ। অথচ দল তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। আর এই ঘটনাগুলো নিয়ে গোটা সিঙ্গিছড়া এলাকায় জুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হচ্ছে।