Home BREAKING NEWS হাতি নিয়ে বিশ্বকর্মার আগমন

হাতি নিয়ে বিশ্বকর্মার আগমন

by News On Time Tripura
0 comment

ধর্মনগরঃ

বিশ্বকর্মা পূজোর মধ্য দিয়েই দেবী দুর্গার আগমনের হাওয়া বইতে থাকে। সর্বত্রই যেন পূজো পূজো গন্ধ। রবিবার প্রচণ্ড বৃষ্টির মধ্যেই উত্তর জেলার ধর্মনগরে চলছে দেব শিল্পী বিশ্বকর্মার মণ্ডপে মণ্ডপে আগমন। ধর্মনগরের বিভিন্ন পুজো উদ্যোক্তারা তাদের আরাধ্য বাবা বিশ্বকর্মাকে বৃষ্টিতে ভিজেই নিয়ে আসছেন মণ্ডপে। রবিবার সন্ধ্যায় ধর্মনগরে উত্তর জেলা অটো রিকশা মজদুর সংঘের সদস্যরা তাদের মূর্তি আনতে গিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির কবলে পড়েন। বৃষ্টির আগে প্রচণ্ড হাওয়া বইতে শুরু করে। তারই মাঝে উত্তর জেলা অটো রিকশা মজদুর সংঘের সভাপতি সাধান মজুমদার ও সম্পাদক রূপক পালের উপস্থিতিতে ধর্মনগরের রাজপথে হাতি সহযোগে এক শুভাযাত্রার মাধ্যমে বাবা বিশ্বকর্মাকে নিয়ে আসা হয় মণ্ডপে। এদিকে কদমতলা চুরাইবাড়ি এলাকায় প্রচন্ড হাওয়া বইলেও বৃষ্টি হয়নি। তাই নির্বিঘ্নে বিভিন্ন স্থানে দেব শিল্পী বিশ্বকর্মাকে মন্ডপে মন্ডপে নিয়ে যান পূজো উদ্যোগতারা।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato