ধর্মনগরঃ
শনিবার সকাল সাড়ে এগারোটায় উত্তর জেলার কদমতলা ব্লকের উদ্যোগে ভিএন চাপ্পা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল কিশোরী উৎকর্ষ মঞ্চ ২০২৩ ।এদিন এক দিবসীয় কিশোরী উৎকর্ষ মঞ্চের শুভ উদ্বোধন করেন উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। তাছাড়া উপস্থিত ছিলেন,কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব,ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষন দাস,আই এস সুধাংশু শেখর পাল,ভিএন চাপ্পা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ পাল,বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকারা।এক সাক্ষাৎকারে আই এস সুধাংশু শেখর পাল জানান,রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের বিশেষ উদ্যোগে পূর্বে জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠিত হতো।এবার প্রতিটি ব্লকে ব্লকে কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠিত হচ্ছে।এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ক্লাস নাইন থেকে এলাভেন ক্লাসের ছাত্রীদের বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দেওয়া।আর এই কিশোরী উৎকর্ষ মঞ্চে শুধু ছাত্রীরাই লাভান্বিত হবে। তিনি আরো জানান,কদমতলা ব্লক ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চে পনেরোটি স্কুল থেকে ১৫১ জন ছাত্রীরা অংশগ্রহণ করেছে। থাকছে দিনব্যাপী আর্ট,থ্রিডি আর্ট, বিভিন্ন ধরনের খেলাধুলা,গান ও নৃত্য।