Home BREAKING NEWS সিপাহীজলায় “MSSSKA 5.0” এর লক্ষ ১৩০১৭৫

সিপাহীজলায় “MSSSKA 5.0” এর লক্ষ ১৩০১৭৫

by News On Time Tripura
0 comment

বিশ্রামগঞ্জঃ

শূণ্য থেকে ১৯ বছর বয়স পর্যন্ত শিশু ও কিশোরদের সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকারের বিশেষ অভিযান মুখ্যমন্ত্রী সুস্থ্য শৈশব সুস্থ্য কৈশোর অভিযান চালু হয়। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে রাজ্যব্যপী শুরু হতে যাচ্ছে পঞ্চম বর্ষের পদক্ষেপ। MSSSKA 5.0 নামক এই অভিযান চলবে ৩রা অক্টোবর পর্যন্ত। ১৯ সেপ্টেম্বর বিলোনীয়া শচীন দেববর্মন অডিটরিয়ামে রাজ্যভিত্তিক এই কর্মসূচীর সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়ে যে সকল শিশু এবং ছাত্রছাত্রীরা বাদ পরবে তাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা প্রদানের কর্মসূচী শুরু হবে ২৪শে সেপ্টেম্বর থেকে। রাজ্যের প্রতিটি জেলাতেই এই কর্মসূচী পালন করা হবে। এনিয়ে শনিবার সিপাহীজলা জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিস দাস, জেলা টিকাকরন আধিকারিক ডাঃ শর্বানী দেব বর্মন, জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক প্রমুখ। সিপাহীজলা জেলার মোট ১২৮৩ টি অঙ্গনওয়াড়ি সেন্টার, ৫৯৩ টি সরকারি বিদ্যালয়, ৬৩ টি বেসরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এই পরিষেবার আওতায় আনা হবে। এবছর সিপাহীজলা জেলার ১ লক্ষ ৩০ হাজার ১৭৫ জন শিশুকে এই অভিযানের সামিল করে পরিষেবা প্রদান করা হবে। তাছাড়াও এই কর্মসূচীর অঙ্গ হিসাবে সিপাহীজলা জেলার অন্যতম সমস্যা বাল্য বিবাহ এবং বাল্য গর্ভধারন সংক্রান্ত বিষয়ে সচেতনতা মুলক আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি সমগ্র দেশের সাথে সিপাহীজলা জেলাতেও “আয়ুষ্মান ভব” শীর্ষক কর্মসূচির ঘোষনা দেন জেলা শাসক। যার মাধ্যমে প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার জেলার সমস্ত সিএইচসি এবং পিএইচসি গুলিতে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা সহ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরামর্শ এবং ঔষধ প্রদান করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। বিশেষ করে সংক্রামক রোগ সহ মধুমেয় এবং উচ্চ রক্তচাত জনিত রোগের পরীক্ষা-নিরীক্ষা করে ঔষধ প্রদান করা হবে। পাশাপাশি আগামী ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীর পূণ্য লগ্নে জেলার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ‘আয়ুষ্মান ভব’ শীর্ষক আলোচনা চক্র করা হবে, যাতে স্ব-স্ব এলাকার স্থানীয় রোগ নিয়ে আলোচনা করা হবে এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

You may also like