Home BREAKING NEWS মনপাথর এলাকায় ব্রু-সংগ্রমা পূজাতে গিয়ে ঘরে ফেরা হলোনা এক যুবকের

মনপাথর এলাকায় ব্রু-সংগ্রমা পূজাতে গিয়ে ঘরে ফেরা হলোনা এক যুবকের

by News On Time Tripura
0 comment

শান্তিরবাজারঃ

অন্যান্যবছরের ন্যায়এইবছরও সঠিকব্যাবস্থাপনা ছারা ঘটাকরে রিয়াং জনজাতিদের কূল দেবী সংগ্রমা পূজাকে কেন্দ্রকরে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করাহয় মনপাথর এলাকায়। মনপাথর এলাকায় দখলসিং রিয়াং পাড়ায় এই মেলার আয়োজন করাহয়। দুইদিন ব্যাপী অনুষ্ঠীত হবে এই মেলা। মেলা কতৃপক্ষের উদ্দ্যোগে রাজ্যসরকারথেকে বিভিন্ন সুযোগসুবিধা আদায়ের লক্ষ্যে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন, মন্ত্রী বিকাশ রিয়াং, মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া সহ অন্যান্যদের আমন্ত্রন জানানোহয়। মেলা কমিটি বিগত দিনে বাম আমলে প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াংকে প্রত্যেক বছর আমন্ত্রন জানাতেন। মূল লক্ষ্যছিলো কিছু আদায় করা। বর্তমানসময়ে বাম শাসন শেষে বামেদের নেতৃত্বদের ভুলেগিয়ে কিছু আদায়ের লক্ষ্যে মূল শ্রোতে ফিরে এসেছে মেলা কমিটি। মেলার আয়োজন করাতে সকলে খোবই আনন্দিত কিন্তু কোনো প্রকারের সুব্যাববস্থা ছারাই প্রত্যেক বছর এইমেলার আয়োজন করাহয়। এই মেলাকে কেন্দ্রকরে প্রত্যেক বছর কিছু না কিছু ঘটেথাকে। বর্তমানসময়ে বুধবার রাত্রিবেলায় মেলায় এসে প্রান হারাতে হয়েছে এক যুবককে। জানাযায় গঙ্গারায় পাড়ার বাসিন্দা মানিক রিয়াং এর ছেলে সৌরজ রিয়াং বুধবার রাত্রিবেলায় মেলার উদ্দ্যোশ্যে বারিথেকে বেরহয়। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬ টা ৩০ মিনিট নাগাদ মেলাথেকে ডিলছোরা দুরত্বে তক্কশিলা পাড়ায় রাস্তার পাশে সৌরজ রিয়াংকে পরেথাকতে দেখে এলাকাবাসী খবরদেয় শান্তির বাজার দমকলবাহিনীর কর্মীদের খবরদেয়। ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে ছুটেযায় দমকল বাহিনীর কর্মীরা। দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সৌরজ রিয়াংকে শান্তির বাজার ট্রোমা কেয়ারসেন্টারে নিয়ে আসে। পরবর্তী সময় ট্রোমা কেয়ারসেন্টারে প্রান হারালো সৌরজ রিয়াং। এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে সৌরজ রিয়াং এর পিতা সংবাদমাধ্যমের সামনে জানানা উনারা সন্দেহ করছে উনার ছেলেকে পরিকল্পীতভাবে হত্যাকরাহয়েছে। মৃত্যুর রহস্য উন্মোচনে ঘটনার তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের পর উঠেআসবে মৃত্যুর আসল রহস্য। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদেরহাতে তুলে দেওয়াহবে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato