শান্তিরবাজারঃ
বৃহস্পতিবার শান্তির বাজার শহর পরিদর্শনে আসলেন কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর। তিনি প্রথমে এসে শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে শান্তির বাজার পৌর এলাকার স্ব সহায়ক দলের সদস্যদের নিয়ে এক আলোচনা সভায় মিলিত হলেন। আলোচনাসভার মাধ্যমে বিভিন্ন স্ব সহায়ক দলের সদস্যরা নিজ নিজ দলের বিভিন্ন কাজ সম্পর্কে ও দলকে ও নিজেদের পরিবারকে কিভাবে আর্থিক দিকদিয়ে সাবলম্বী করেছন তানিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিভিন্নদলের সদস্যরা বাংলা ভাষায় নিজ বক্তব্য উপস্থাপন করেন। স্ব সহায়ক দলের স্বদস্যদের বক্তব্যগুলি সঠিকভাবে অনুবাদকরে কেন্দ্রীয় মন্ত্রীর নিকট উপস্থাপন করলেন জোলাইবাড়ী বাসীর জনপ্রীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। অবশেষে স্ব সহায়ক দলের সদস্যদের বক্তব্যশেষে কিভাবে স্ব সহায়ক দলকে আর্থিক দিকদিয়ে সাবলম্বন করাযায় ও কিভাবে সরকারি সুযোগ সুবিধাগুলি পাওয়া যায় তা নিয়ে কিছু বক্তব্য তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী উনার বক্তব্যের মধ্যদিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলেধরেন। আজকের এই আলোচনাসভায় কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিন জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, কাউন্সিলার শ্যামলাল দেবনাথ সহ অন্যান্যরা। আজকের এই আলোচনাশেষে কেন্দ্রীয় মন্ত্রী শান্তির বাজার নতুন পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় পৌরপরিষদ দ্বারা নির্মিত ভেন্ডিংজুন পরিদর্শন করেন এবং সেখানে যেসকল ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বললেন। কেন্দ্রীয় মন্ত্রী সকলকে নিয়ে ভেন্ডিং জুনে ফুচকা খেলেন। আজকের ভেন্ডিংজুন পরিদর্শনকরে নিজ মতামত সংবাদমাধ্যমের সামনে তুলেধরলেন কেন্দ্রীয় মন্ত্রী।