মেলাঘরঃ
শশুরের দায়ের কোপে আঙুল কাটল জামাতার। গুরুতর আহত জামাতা ভর্তি জিবি হাসপাতালে। চাঞ্চল্যকর এই ঘটনা মেলাঘর থানাধীন তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের চার নাম্বার ওয়ার্ড এলাকার শ্রীমতি পাড়ায়। তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ৪ নাম্বার ওয়ার্ড এলাকার শ্রীমতি পাড়ার হাবুল মিঞার ছেলে বাহার মিয়া বিয়ে করেন একই পাড়ার হারুন মিয়ার মেয়ে রানু আক্তারকে। বর্তমানে তাদের একটি ছেলে ও মেয়ে সন্তান রয়েছে। বাহার মিয়া ও তার স্ত্রীর মধ্যে প্রায়শই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত। এ নিয়ে অনেকবার সালিশি সভাও হয়েছে গ্রামে। বুধবারও তাদের মধ্যে ঝগড়া বাধে। তবে ঐদিনের ঝগড়া একটু অত্যাধিক পর্যায়ে চলে যায় । যাই হোক ঝগড়া শেষে স্বামী বাহার মিয়া ঘুমিয়ে পরেন নিজ ঘরে। স্বামী ঘুমিয়ে পড়লে স্ত্রী রানু বাপের বাড়িতে ফোন করে এদিনের ঝগড়ার খবর দেয়। আর এতে তেলে বেগুনে জ্বলে উঠে রানুরা বাবা সহ আরও সাত-আতজন রাতেই ছুটে আসে জামাতার বাড়িতে। আর এসেই ঘুমন্ত অবস্থাতেই জামাতার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। সাথে সাথেই জামাতার হাতের একটি আগুল কেটে মাটিতে পরে যায়। কোনক্রমে প্রাণ বাঁচিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে বাহার। পরে তার আত্মীয় সজনরা বাহারকে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে তাকে রাজধানীর জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে জামাতা বাহারের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। এদিকে শ্বশুর সহ অন্যান্যদের বিরুদ্ধে মেলাঘর থানায় মামলা করা হবে বলে জানায় বাহার মিঞা।