Home BREAKING NEWS বিশালগড় হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রিত ওয়ার্ড

বিশালগড় হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রিত ওয়ার্ড

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ

বিধায়কের প্রচেষ্টায় রুপ পাল্টাচ্ছে বিশালগড়ের মহকুমা হাসপাতাল। বিগত কয়েকমাসে পরিষেবা এবং পরিকাঠামোগত দিক দিয়ে অনেকটাই উন্নত হয়েছে বিশালগড়ের মহকুমা হাসপাতালটি। সরকারী মহকুমা হাসপাতালে বসেছে শীততাপ নিয়ন্ত্রন যন্ত্র। ভাবা যায় ? বিশালগড় মহকুমা হাসপাতালের পুরুষ ওয়ার্ডকে ইতিমধ্যেই শীততাপ নিয়ন্ত্রিত করা হয়েছে। কিছুদিনের মধ্যেই মহিলা ওয়ার্ডেও বসানো হবে এসি মেশিন। তাছাড়া হাসপাতালের রোগী এবং আত্মীয় পরিজনদের জন্য করা হয়ছে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা। পূর্বে সাধারণ সব পরিসেবা থেকে বঞ্চিত ছিল রাজ্যের অন্যতন ব্যস্ত এই মহকুমা হাসপাতালটি। তবে নতুন বিধায়কের ক্রমাগত তত্বাবধানে এখন এনেকটাই রূপ পাল্টেছে রাজধানী থেকে অনতিদুরে অবস্থিত এই মহকুমা হাসপাতালটি। বুধবার গভীর রাতে আচমকাই হাসপাতালের পরিষেবা এবং রোগীদের খবর নিতে মহকুমা হাসপাতালে উপস্থিত হন বিধায়ক সুশান্ত দেব। পরিদর্শন শেষে তিনি বলেন হাসপাতালটির পরিষেবার উন্নয়নে বর্তমান সরকার যথেষ্ঠ চেষ্টা করছে এবং রোগীদের সাথে কথা বলে জানা যায় হাসপাতালের পরিষেবা পেয়ে খুশী সাধারণ মানুষ।

You may also like