আগরতলাঃ
আগামী ১৪ই সেপ্টেম্বর পার্লামেন্ট অভিযানে যোগ দিতে ত্রিপুরা রাবার উৎপাদক ইউনিয়ন রাজ্য প্রতিনিধি আগরতলা থেকে সোমবার রওনা হয় । তাদের সংবর্ধনা জানাতে আগরতলা রেলওয়ে স্টেশনে যান সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব।