আগরতলাঃ
মানসিক অবসাদগ্রস্থ হয়ে আত্মহননের ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে এই ক্ষুদ্র রাজ্য ত্রিপুরায়। সমস্ত দেশের তুলনায় আত্মহত্যার মামলায় ত্রিপুরা প্রথম স্থানে। শতাংশের নিরিখে সমগ্র দেশের প্রায় ৩৯ শতাংশ আত্মহত্যা ত্রিপুরাতে হচ্ছে। প্রতি লাখে যেখানে দেশে আটজন ব্যক্তি আত্মহত্যা করছে, সেখানে আমাদের রাজ্যে সেই পরিসংখ্যান ২০.৮। বিশেষ করে ১৫ থেকে ৩০ বছর বয়সের যুবক যুবতীদের মধ্যে এর প্রবনতা সর্বাধিক। যা অবশ্যই ভাববার বিষয়।
রবিবার বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির উদ্যোগে রাজধানীতে একটি রেলি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়। রেলির শুভ সূচনা করেন IMA ত্রিপুরা শাখার রাজ্য সভাপতি ডা: সঞ্জীব দেববর্মা, এছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি রাজ্য সম্পাদক ডক্টর প্রিয়জ্যোতি চাকমা সহ ছাত্র-ছাত্রীরা। এবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার থিম, প্রচেষ্টার মাধ্যমে আশার সঞ্চার করা। এই মন্ত্রকে পাথেয় করেই আত্মহত্যার মত এই অভিশাপের বিরুদ্ধে জন সচেতনতা তৈরি করার কাজ করছে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি।