বিশালগড়ঃ
বিশালগড়-আগরতলা জাতীয় সড়কে কোনোভাবেই যেন কমছে না ছিনতাইবাজদের দৌরাত্ম্য। উদয়পুরের মাতাবাড়ি থেকে আগরতলা ফেরার পথে কমলাসাগর বিধানসভার রাস্তার মাথায় ছিনতাই বাজদের হাতে আবারো আক্রান্ত তিন যুবক। অসুস্থ বাবার সুস্থতা কামনায় ধলাই জেলার ধুমাছড়া এলাকার এক যুবক তার আগরতলার দুই বন্ধুদের নিয়ে বাইকে করে উদয়পুর মাতাবাড়িতে গিয়েছিল পুজো দেবার জন্য। সেখান থেকে আগরতলা ফেরার পথে শনিবার রাত আনুমানিক একটা নাগাদ কতিপয় সমাজদ্রোহী ছিনতাইবাজরা দুটি গাড়ি নিয়ে তাদের পথ আটকায় রাস্তার মাথা বন্ধন ব্যাংক সংলগ্ন এলাকায়। পরে তাদের কাছ থেকে নগদ পাচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন হাতিয়ে নেয় ছিনতাইবাজরা । রাতেই বিশালগড় উত্তম ভক্ত চৌমুহনীর নাকা পয়েন্টে অভিযুক্তদের গাড়িসহ আটক করে বিশালগড় পুলিশ। জানা যায় কমলাসাগর বিধানসভার মিয়াপাড়া এলাকার কুখ্যাত ছিনতাইবাজ ও সমাজদ্রোহী বাপন মিয়ার নেতৃত্বে প্রতিনিয়তই কমলাসাগর সহ বিশালগড় আগরতলা বাইপাসে এই ছিনতাইবাজীর ঘটনা সংঘটিত হচ্ছে। মিয়াপাড়ার এক শাসক দলীয় নেতা বাপন মিয়ার কাকা। আর সেই সুবাদে বাপন মিয়া কমলাসাগর মিয়াপাড়া সহ সমস্ত এলাকায় একপ্রকার ত্রাস হিসেবে পরিচিত।
কমলাসাগরের সীমান্তবর্তী এলাকায় নেশা সামগ্রী পাচার সহ বিভিন্ন সমাজদ্রোহী কাজে ইতিমধ্যেই মধুপুর এবং বিশালগড় থানায় তার নামে মামলা রয়েছে। শনিবার রাতের ছিনতাইয়ের ঘটনার মাস্টার মাইন্ডও এই বাপন মিয়া। পুলিশ বাপন মিয়া সহ মোট ছয়জনকে আটক করেছে । বাপন মিয়া ছাড়াও রয়েছে মিয়াপাড়ার অন্তর মিয়া(১৮), জুয়েল মিয়া(২০), সুমন মিয়া(১৯), কমলাসাগর নতুন কলোনির সুশান্ত দেব(২৪), সাগর নম(১৯)। TR01BV0653 নাম্বারের যে গাড়িটি দিয়ে ছিনতাই কান্ড সংগঠিত হয়েছে, সেই গাড়িটিও বাপন মিয়ার। বিশালগড় থানায় আইপিসি 395,382-E, 323,506 ধারায় মামলা গৃহীত হয় যার নাম্বার ৯৩/২০২৩। অভিযুক্তদের কাছ থেকে পুলিশ নগদ টাকা উদ্ধার করতে পারলেও মোবাইল ফোনটি উদ্ধার করা যায়নি। অভিযুক্ত ছয়জনকে সোমবার আদালতে তোলা হবে বলে জানান বিশালগড় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার তাপস দাস।