বিলোনিয়াঃ
তোল্লাবাজ হাটাও বিজেপি বাঁচাও ! দুর্নীতি এবং তোল্লাবাজির বিরুদ্ধে এবার প্রকাশ্যে বিরোধীতা শুরু হল শাসক দলের অভ্যন্তরেই। ২০১৮ সালের পূর্বে যে সকল পুরনো কর্মীদের অক্লান্ত পরিশ্রম আর সাহসের উপর ভর করে বাম শাসন মুক্ত হয়ে রাজ্যে গড়ে উঠেছিল বিজেপির সরকার, সেই দুঃসময়ের কর্মীদের আজ দলের অভ্যন্তরে স্থান নেই।
কিন্তু দিন দিন দলের দুরাবস্থা দেখে এবার বিলোনিয়াতে শক্ত হাতে কোমর বেঁধে মাঠে নামলেন দুর্দিনের কর্মীরা।
ধনপুর ও বক্সনগর এই দুই কেন্দ্রে বিজেপির জয়জয়কার। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কার্যকর্তাদের জয়ের উল্লাসে মাতোয়ারার চিত্র দেখা গেলেও , বিলোনিয়াতে দেখা গেল ব্যাতিক্রমী চিত্র । বিজেপি দলের জয় ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন জায়গার দিকে দিকে বাজি পটকা সহ গেরুয়া আবির নিয়ে কার্যকর্তারা মাঠে ঘাটে, তখন বিলোনিয়ার কার্যকর্তারা ছটফট করতে লাগলো বিজয় উৎসবের বাইক রেলি বানচাল করার জন্য। এই খবর ছড়িয়ে পড়তেই বিজেপি পুরানো কার্যকর্তাদের মধ্যে এক প্রকার ক্ষোভ সৃষ্টি হয়। স্বদলীয় কতিপয় নেতৃত্বদের অঙ্গুলি হেলনে বিজয় উৎসবের বাইক রেলি করতে পারলো না বিলোনিয়ার বিজেপি পুরনো কার্যকর্তারা । তারপরেও সবকিছুকেই উপেক্ষা করে বিলোনিয়ার বিজেপি পুরনো কার্য কর্তারা এলাকা বাসীদের এবং কর্মী সমর্থকদের নিয়ে রাতে সাতমূড়া এলাকায় বিজয় উৎসব পালন করে। সেই বিজয় উৎসবেই স্লোগান উঠে তোল্লাবাজ হটাও- বিজেপি বাঁচাও। এই স্লোগানকে হাতে নিয়ে- বিলোনীয়াতে শক্ত হাতে কোমর বেঁধে মাঠে নামলেন দুর্দিনের বিজেপি কার্যকর্তারা। বিজেপির তকমা লাগিয়ে চলছে বিজেপিকে বিক্রি। দক্ষিণ জেলা সহ বিলোনীয়াতে কামাই বাণিজ্যে ব্যস্ত বিজেপি তকমাধারী নেতাদের সংখ্যা অনেকটাই বেশি। নিগো বাণিজ্য থেকে শুরু করে তোলাবাজির দাপটে, অতিষ্ঠ ঠিকেদার সহ সাধারণ জনগন। দুর্দিনের বিজেপির একনিষ্ঠ কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ধরাশায়ী হয়েছিল ২৫ বছরের বাম শাসন। বিভিন্ন দল ছেড়ে বড় আশা নিয়ে বিজেপির পতাকা তলে ঠাঁই নিয়েছিল রাজ্যের জনগণ। ফলে সূর্যোদয় হয়েছিল রাম রাজত্বের। অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে পার্টিকে আগলে ধরেছিল একনিষ্ঠ বিজেপি কার্যকর্তারা। অনেক কার্যকর্তার উপর বিশ্বাস করে দেওয়া হয়েছিল সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বভার। দায়িত্ব পেয়েই সুযোগ সন্ধানীরা হয়ে উঠল রক্ষক থেকে ভক্ষক। নিগো বাণিজ্য থেকে শুরু করে তোলাবাজি, কমিশন বাণিজ্য,শিক্ষক বদলি,TSR কিংবা অঙ্গনোওয়ারির নিয়োগ তালিকা সহ বিভিন্ন ক্ষেত্রে- দীর্ঘ ছয়টি বছর চলছে বিলোনিয়া, ঋষ্যমুখ ও রাজনগর কেন্দ্রের কতিপয় ভেকধারি বরিষ্ঠ নেতাদের লক্ষ কোটি টাকার খেলা। আর এদের কীর্তি কান্ডের প্রভাব সরাসরি পড়তে থাকে দলের উপর। তবে সহ্যের সীমা হারিয়ে শেষ পর্যন্ত রুখে দাঁড়াল দুর্দিনের কান্ডারীরা।