কৈলাশহরঃ
আজ কৈলাসহর কাজিরগাঁও এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করল এক শিক্ষিকা সুখের ছায়া নেমে এসেছে গোটা কৈলাশহর জুড়ে। প্রাপ্ত সংবাদে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা আশুতোষ কুন্ডুর মেয়ে রুস্মিতা কুন্ডু বয়স ২৮ তিনি রাঙ্গাচান বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ছিলেন বিগত এক বছর পূর্বে তিনি চাকরি পান প্রথমে তিনি ড্যামডুম স্কুলে ছিলেন তারপর তিনি ট্রান্সফার হয়ে রাঙ্গাচান বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছেন উনার পরিবারের কাছ থেকে আরও জানা যায় যে তিনি রাঙ্গাচান বিদ্যালয় ট্রান্সফার হয়ে আসার পর থেকেই মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন অভিযোগ আজ উনার নিজ বাড়ির রান্নাঘরে একাকিত্বের সুযোগ নিয়ে একটি কাপড়ের টুকরো দিয়ে ফাঁসিতে ঝুলে পড়েন পরবর্তীকালে রুস্মিতা কুন্ডুর মা ঘটনাটি প্রত্যক্ষ করে পরবর্তী সময় চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায় এরপর খবর পাঠানো হয় কৈলাশহর মহিলা থানায় ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর মহিলা থানার এসআই প্রতিভা সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ ওটিএসর বাহিনী পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্র দে গিয়ে উনারা ঘটনার তদন্ত শুরু করেন বর্তমানে রুস্মিতা কুন্ডুর মৃতদেহ কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৈলাশহর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি দলের অন্যতম নেতা মবসর আলী গিয়ে উনি পরিবারের লোকেদের সাথে কথা বলেন তবে এই শিক্ষিকার ফাঁসিতে আত্মহত্যা করা নিয়ে গোটা কৈলাসহর মহকুমা জুড়ে সুকের ছায়া নেমে এসেছে।