বিশালগড়ঃ
নিজ সন্তাদের হাতে ধর্ষিতা জন্মদাত্রী মা। দোষী সাব্যস্ত কুলাঙ্গার ছেলের যাবজ্জীবন কারাদন্ডের শাস্তি। অবক্ষয়ের কলঙ্কে ক্ষয়িষ্ণু সভ্যতা আজ ধ্বংসের দোরগোড়ায়।হে মা তুমি আমাদের ক্ষমা কর। অবক্ষয়িত সমাজের বিষাক্ততায় আজ তোমার গর্ভ কলঙ্কিত হল। এ এমন এক ঘটনা যা কারো কান শুনতে চায়না, কোন মন মানতে চায়না। তবে তাই যে আজ সত্যি। দশ মাস দশ দিন গর্ভ ধারণকারী সেই মাও আজ অসুরক্ষিত তারই ঔরসজাত সন্তানের কাছে। এ কেমন লালসা যা মায়ের শরীরের প্রতি সন্তানকে আশক্ত করে তোলে। কুলাঙ্গার এই ছেলে গোটা সমাজ এবং মানব সভ্যতাকে বিষর্জন দিয়েছে। ২০২২ সালের ২রা মে’র এক অভিশপ্ত রাতে জন্মদাত্রী মায়ের উপর নিজের পাশবিকতার লালসা মেটায় ২৪ বছরের অজয় দেব্বর্মা নামের সেই কুলাঙ্গার ছেলে। সিপাহীজলা জেলার টাকারজলা থানাধীন রামহরি পাড়ার এই ঘটনার পর ৫ই মে টাকারজলা থানায় কুলাঙ্গার ছেলের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ দায়ের করে সেই মা। আইপিসি ৩৭৬/২/এফ ধারায় মামলা গ্রহন করে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে টাকারজলা থানার পুলিশ। ২০ জনের সাখ্যবাক্য গ্রহণ করে প্রায় একবছরের বেশী সময়ের শুনানীর পর শুক্রবার অভিযুক্ত ছেলেকে নিজ মাকে ধর্ষনের অভিযোগে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন সিপাহীজলা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের মাননীয় বিচারপতি দেবাশিষ কর। জানা যায় কুলাঙ্গার ছেলের বিরুদ্ধে সাক্ষি দিয়েছে তার পিতাও। অভিশপ্ত সেই রাতে পিতার অনুপস্থিতিতে নেশাগ্রস্থ অবস্থায় নিজের মায়ের সাথে এই কুকর্ম করেছিল কুলাঙ্গার অজয়। মানব সভ্যতাকে কলঙ্কিত করার মত এই ঘটনা ছড়িয়ে পরতেই একদিকে যেমন ছি ছি রব উঠে সর্বত্র, অন্যদিকে কুলাঙ্গার ছেলের যথার্থ শাস্তিতে তৃপ্তির আনন্দও পরিলক্ষিত হয়। সরকারী আইনজীবী গৌতম গিরি এবং টাকারজলা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার দিলু দেব্বর্মা এবং জেকব ত্রিপুরার দক্ষ তদন্ত প্রকৃয়ার ফলপ্রসূতেই কুলাঙ্গার এই ছেলের যথার্থ শাস্তি সম্ভব হয়েছে।