বিশালগড়ঃ
প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহার খাস তালুকে সুশান্তের হানা। বিশালগড়ের সিপিএম এর লাল গড় হিসাবে পরিচিত অফিসটিলায় বিজেপির গেরুয়া ঝড়। ১০৩ পরিবারের ৩৪১ ভোটার সিপিএম ছেড়ে যোগ দিল বিজেপিতে। বিশেষ করে অফিসটিলা এলাকার গৌতমনগর, রবিদাসপাড়া, শিতলটিলা, অফিসটিলা নতুন পল্লি, বনবিহার এবং পালপাড়া এই এলাকা থেকেই সিপিএম ঘনিষ্ঠ পরিবারগুলি থেকেই বিজেপির হাত ধরেছে। এদিন সিপিএম এর দুইবারের প্রধান দুলাল সাহা, ব্রাঞ্চ সদস্য প্রদীপ বিশ্বাস, তমাল সরকার, পার্টি মেম্বার তথা যুব নেতা পুলিশ্ত চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব দল ত্যাগ করে।
বিজেপি বিশালগড় মন্ডলের ১৩ নং শক্তিকেন্দ্রের ইনচার্জ সুজয় দের নেতৃত্বে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। অফিসটিলা যুবক সংঘের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই যোগদান সভায় নবাগতদের দলে বরন করে নিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, সিপাহীজলা জেলা উত্তরাংশের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যন্যরা। সভায় বিশালগড়কে উন্নত এবং সর্বশ্রেষ্ঠ বিশালগড়ে পরিনত করতে সকলকে বিজেপিতে সামিল হবার আহ্বান রাখেন বিধায়ক সুশান্ত দেব।
প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ত্রিপুরার মানুষ সিপিএমকে বর্জন করছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের জনমুখী কাজে প্রভাবিত হয়ে মানুষ বিজেপিতে সামিল হচ্ছে। বিধানসভা নির্বাচনে বিশালগড়ের মাটি থেকে জয় ছিনিয়ে নেবার পর বিশালগড়ে বিরোধী সিপিএম এর ভিত দুর্বল করে চলেছেন বিধায়ক সুশান্ত দেব। সিপিএম এর খাস তালুকে এদিনের এই যোগদান সভা তারই ইঙ্গিত বহন করল।