আগরতলাঃ
বাইরে বেড়িয়ে মেলায় গিয়ে জিলিপি, নিমকি, লাড্ডু খাচ্ছেন। সাবধান, পুকুরের নোংরা জল দিয়ে তৈরী হচ্ছে এইসব খাদ্য সামগ্রী। আর পরিবার নিয়ে সেই খাদ্যই বিশ্বাস করে খাচ্ছে সাধারণ মানুষ। ঝুলন যাত্রা এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরের সামনে অস্থায়ী মেলা বসেছে। আর সেই মেলায় খাগ্য সামগ্রীর দোকানও বসেছে অনেক। এর মধ্যে এক খাবারের দোকানে জগন্নাথ দীঘি থেকে জল তুলে এনে খাবার সামগ্রী তৈরীর অভিযোগ উঠল। রবিবার এমনই এক দোকানদারকে হাতেনাতে ধরল স্থানীয়রা। পরে সাধারণ মানুষের প্রতিবাদে সংশ্লিষ্ট খাবারের দোকানটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।