তেলিয়ামুড়াঃ
শিক্ষক দিবসের প্রাকলগ্নে এক ন্যাক্কার জনক ঘটনায় আবারও কলঙ্কিত শিক্ষক সমাজ। বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের এক সমকামী শিক্ষকের পাশবিক লালশার শিকার এক নাবালক ছাত্র। আশ্চর্যের এবং ঘৃনার এই ঘটনায় আপনাদের শরীরেও শিহরন ধরাবে। ধীমান রায় নামে সেই অঙ্কন শিক্ষকের অপকর্মে চাঞ্চল্য গোটা তেলিয়ামুড়ায়।
অভিযোগ, অঙ্কন শেখাতে গিয়ে ভয় ভীতি এবং হুমকি প্রদর্শন করে ১১ বছরের ১ নাবালক ছাত্রকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা সহ শারীরিক এবং মানসিক নির্যাতন করে আসছে পাশবিক শিক্ষক ধীমান। পর্দার সামনে ভালো এবং বিজ্ঞ মানুষ সেজে ধীমান দীর্ঘদিন ধরেই এই রকমের ন্যক্কারজনক ঘটনার সাথে যুক্ত বলে তেলিয়ামুড়া জুড়ে গুঞ্জন। এদিকে অতি সম্প্রতি তেলিয়ামুড়া শহরেরই রাজনগর এলাকাতে জনৈক ব্যাক্তির নাবালক ছাত্র ধীমানের যৌন নির্যাতনের শিকার হয়ে প্রচন্ডভাবে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ছাত্রটির শারীরিক এবং মানসিক অবস্থার অবনতি দেখে তাকে জিজ্ঞেস করা হলে সে তার মাতা পিতার কাছে অঙ্কন শিক্ষকের কুকর্মের কথা খুলে বলে। রবিবার সচেতন অভিভাবকরা অঙ্কন শিক্ষক ধীমানের ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন।