দামছড়াঃ
পক্ষ কালের মাঝে আবারো উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা-অসম ও মিজোরাম রাজ্য সীমান্তের দামছড়ায় আটক দশ কোটি টাকার হেরোইন।সাথে আটক অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দির এক হেরোইন পাচারকারী। ধরতে নাম খলিল উদ্দিন।জানা গেছে,শনিবার সকাল থেকে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে দামছড়া পুলিশের নাকা চেকিংয়ে ওসি দলবল নিয়ে জোর তল্লাশি শুরু করেন।পুলিশি তল্লাশি চলাকালীন সময় সকাল সাড়ে দশটা নাগাদ একটি সাদা রঙের বলেরো গাড়ি মিজোরাম সীমান্ত টপকে দামছড়া থানার নাকা পয়েন্টে প্রবেশ করলে কর্তব্যরত পুলিশ গাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে গাড়ির নিচের বডির বিভিন্ন গোপন চেম্বার থেকে একশ টি সাবানের বাক্সে প্রায় এক কেজি তিন
শ গ্রাম হেরোইন উদ্ধার হয়।যার আন্তর্জাতিক কালোবাজারী মূল্য দশ কোটি টাকার মত হবে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।পরে দামছড়া থানায় ধৃত খলিলকে আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে এদিনই তাকে ধর্মনগর জেলা আদালতে সোপার্দ করা হয়।শেষে মহামান্য আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে।পুলিশ জানিয়েছে এ কান্ডে আরও কয়জন জড়িত বলে খবর পাওয়া গেছে।এদের ধরতে সবদিকে পুলিশি জাল বিছানো হয়েছে।পাশাপাশি পুলিশ সুপার আরো জানান,যে ত্রিপুরা রাজ্য সরকারের স্পেশাল নাকা চেকিংয়ে একের পর এক সাফল্য আসছে।এতে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল।