তেলিয়ামুড়াঃ
বিগত বেশ কিছুদিন ধরেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের পরিষেবা গত বিভিন্ন বিষয় গুলো নিয়ে রাজ্যের সংবাদ মাধ্যম গুলোতে নিরন্তর ভাবে সংবাদ পরিবেশিত হচ্ছে। শুধু তাই না হাসপাতাল গুলোর মধ্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা রোগী সহ রোগীর পরিজনেরা বারবারই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বিভিন্ন ব্যাবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন।
স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয়গুলো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে গেছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিকের নেতৃত্বাধীন এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পরিদর্শনে আসেন। এই পরিদর্শন কালে হাসপাতালের বিভিন্ন পরিষেবা গত বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।
পাশাপাশি সাংবাদিকদের সাথে কথা বলার সময় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর নির্মল বিশ্বাস এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকারকে পাশে নিয়ে স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিক দাবি করেন,, আগামী কিছুদিনের মধ্যেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সার্বিক ব্যাবস্থাপনাকে সর্বোচ্চ মানে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। পাশাপাশি তিনি এক প্রকার সংবাদমাধ্যমের বিভিন্ন অভিযোগ গুলো শীল মোহর দিয়েই দাবি করেছেন সবাই মিলে কাজ করলে হাসপাতাল সম্পর্কে যে অভিযোগ গুলো উঠছে সেগুলো আর থাকবে না।